শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেষ মুহূর্তে আর কত!

ক্রীড়া প্রতিবেদক, মালদ্বীপ থেকে

শেষ মুহূর্তে আর কত!

বাংলাদেশের ফুটবল উঠে দাঁড়ানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই। কিন্তু কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না দুর্ভাগ্য। এমনকি গোল করে এগিয়ে থেকেও ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারছে না বাংলাদেশ। শেষ মুহূর্তে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলানো সম্ভব হয় না। তালগোল পাকিয়ে অথবা ভাগ্যের ফেরে আটকে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় কিংবা ড্রয়ের ঘটনা কম নয় বাংলাদেশের। ২০১১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়েরও শেষদিকে সাগর থাপার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। ২০১৩ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দুবার একই ঘটনা ঘটে। ভারত যোগ করা সময়ে গোল করে ড্র করে। জয় হাতছাড়া হয় বাংলাদেশের। পাকিস্তান যোগ করা সময়ে গোল করে ম্যাচ জিতে নেয়। পয়েন্ট হারায় বাংলাদেশ। ২০১৫ সালেও একই দৃশ্য। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে নব্বই ও যোগ করা সময়ে দুটি গোল হজম করে হারতে হয় বাংলাদেশকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ২০১৯ সালে সল্ট লেকে ম্যাচের শেষ মুহূর্তে (৮৮ মিনিটে) আদিল খানের গোলে জয়বঞ্চিত হয় বাংলাদেশ।

এবারের সাফে অবশ্য শেষ মুহূর্তে গোলের ফাঁড়া অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। বরং ভারতের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে গোল করেই ড্র করেছিল। কিন্তু রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পুরনো ধারা ঠিকই ফিরল। এবারে অবশ্য রেফারির সহায়তা নিয়ে। বার বার এই শেষ মুহূর্তের ধাক্কায় পরাজয়ের ধারা কবে শেষ হবে? এই অপেক্ষা কবে শেষ হবে বলা কঠিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর