শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপের পথে ব্রাজিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পথে ব্রাজিল আর্জেন্টিনা

টানা ৯ ম্যাচ জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খায় ব্রাজিল। ড্র করে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রথমবারের মতো পয়েন্ট হারায়। সেই ধাক্কা সামলে পুনরায় জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতের দল গতকাল ভোরে ৪-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। এ জয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। ১১ ম্যাচে ১০ জয়ে ব্রাজিলের পয়েন্ট ৩১। একই দিন পেরুর পেনাল্টি মিসের সুযোগে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসির দলের পয়েন্ট ১১ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫। এক ম্যাচ বেশি খেলে ইকুয়েডর ১৭ পয়েন্ট নিয়ে তিনে এবং পেরুর পয়েন্ট ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে বড় জয় উপহার দিয়েছেন মূলত নেইমার। নিজে গোল করেছেন এবং গোল করিয়েছেন। ৪-১ গোলের জয়ে নেইমার এগিয়ে নেন ব্রাজিলকে। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া এবং শেষ দিকে গোল করেন গাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। বুয়েন্স আয়ার্সে মনুমেন্তালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার পক্ষে প্রথমার্ধ্বে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।

সর্বশেষ খবর