শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

নেপালের শেষ মুহুর্তের গোলে ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। ফাইনাল খেলতে না পারলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৮৭। সাফে খেলতে নেমেছিল ১৮৯ স্থানে থেকে। বাংলাদেশের এক ধাপ আগে ভুটান, ১৮৬। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১০৬, মালদ্বীপ ১৫৬, নেপাল ১৬৯। ২১ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বেলজিয়াম। দুইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তিনে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, চারে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, পাঁচে ইংল্যান্ড, ছয়ে আর্জেন্টিনা, সাতে স্পেন, আটে পর্তুগাল, নয়ে মেক্সিকো ও দশে ডেনমার্ক। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ১২ নম্বরে।  

সর্বশেষ খবর