রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেখ জামালেও স্প্যানিশ কোচ

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালেও স্প্যানিশ কোচ

নতুন মৌসুমের জন্য শেখ জামাল ধানমন্ডি ফুটবলারদের আবাসিক ক্যাম্প গতকাল থেকে শুরু হয়েছে। আপাতত দলের ট্রেনার কুলম্যানই প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। পুরানো কোচ জোসেফ আপুসির আসার কথা থাকলেও তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তবে নতুন কোচ খুঁজেও পেয়েছে শেখ জামাল ম্যানেজমেন্ট। স্পেন থেকে কোচ আসছে। কথা-বার্তা সব ফাইনাল হয়ে গেছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে স্প্যানিশ অস্কার ব্রুজোনই কোচের দায়িত্বে থাকছেন। এবার রানার্সআপ জামালেও স্প্যানিশ কোচ। পর্তুগাল থেকে আসছে শেখ জামালের গোলরক্ষক কোচ।

নতুন মৌসুমে শিরোপা লড়াইয়ে থাকতে শেখ জামাল গতবারের চেয়ে শক্তিশালী দল গড়েছে। যারা যোগ দেওয়া নিশ্চিত করেছে পুরানদের সঙ্গে তারাও অনুশীলনে নেমেছেন। ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাবেক দেশ নন্দিত ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু জানান, আমাদের ঘর গোছানো শেষ, বিদেশি এলেই আনুষ্ঠানিক দলবদল করব। নতুনদের মধ্যে মোহামেডানের তরুণ ডিফেন্ডার আতিকুজ্জামান, বসুন্ধরা কিংসের ইয়াসিন খান, ঢাকা আবাহনীর রায়হান হাসান, চট্টগ্রাম আবাহনীর শফিকুল ইসলাম বিপ্লব, উত্তর বারিধারার রাশেদুল ইসলাম শুভ, গোলরক্ষক মিতুল মারমা ও চট্টগ্রাম আবাহনী মো. নাঈমও যোগ দেন। গতবারের খেলে যাওয়া ৪ বিদেশিই এবার শেখ জামালেই থাকবেন।

সর্বশেষ খবর