রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিরুত্তাপ এল ক্ল্যাসিকো

ক্রীড়া ডেস্ক

নিরুত্তাপ এল ক্ল্যাসিকো

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পরও লিওনেল মেসিকে ঘিরে উত্তেজনা কম ছিল না এল ক্ল্যাসিকোর লড়াইয়ে। সেই মেসিও এখন আর নেই। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইয়ে উত্তাপ অনেকটাই কমে গেছে এ কারণে। আজ লা লিগায় নিরুত্তাপ এক এল ক্ল্যাসিকোই দেখতে যাচ্ছেন দর্শকরা! অবশ্য তারকারা না থাকলেও এল ক্ল্যাসিকোর লড়াই বলে কথা। এর আবেদন খুব একটা কমার কথা নয়। মেসি ও রোনালদোকে ছাড়া দীর্ঘদিন পর এল ক্ল্যাসিকো দেখবেন ফুটবল সমর্থকরা। এ লড়াই থেকেই নতুন তারকার জন্মও হতে পারে। আনসু ফাতির দিকে চোখ থাকছে সবার। মেসির জার্সি গায়ে তিনি মাঠে নামবেন। অন্যদিকে বুড়ো করিম বেনজেমার ওপর অনেকটাই নির্ভর করছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এবার খুব একটা ভালো অবস্থায় নেই ফেবারিট দলগুলো। গতকাল বিকাল পর্যন্তও ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল রিয়াল সুসিদাদ। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ওসাসুনা। রিয়াল মাদ্রিদ ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে। বার্সেলোনা ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। অ্যাটলেটিকো ১৭ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

সর্বশেষ খবর