সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চার জাতি ফুটবলে ফিরছেন জীবন

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরি গেল মৌসুমে মাঠেই নামা হয়নি নাবিব নেওয়াজ জীবনের। মূল স্ট্রাইকার না থাকায় ঢাকা আবাহনীকে ভোগান্তির শিকার হতে হয়েছে। জাতীয় দলও সমস্যায় ছিল। জীবন সুস্থ হয়ে উঠেছেন। মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। শোনা যাচ্ছে শ্রীলঙ্কায় চার জাতি ফুটবলে আবাসিক ক্যাম্পে যোগ দিতে পারেন। একই সঙ্গে এলিটা কিংসলেও। তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, সবকিছু নির্ভর করছে কোচ ম্যারিও লেমেসের সিদ্ধান্তের ওপর। ঢাকা আবাহনীর এ কোচ চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন। গতকাল রাতেই তিনি ঢাকায় ফিরেছেন। আজ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে তার বসার কথা। এরপর প্রাথমিক স্কোয়াড ঘোষণা হতে পারে। তিনি যদি জীবন ও এলিটাকে চান তাহলে দলে থাকবেন। আজই ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। তা হচ্ছে না। জাতীয় দলের ৬ ফুটবলার অনূর্ধ্ব-২৩ এএফসি বাছাই পর্ব খেলতে উজবেকিস্তানে। তারা তো দলে থাকবেনই। অনুশীলনে বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় ডাকা হবে। কোচ তাদের অনুশীলনে সন্তুষ্ট হলে কাউকে চূড়ান্ত দলে নিতে পারেন। ৮ নভেম্বর শ্রীলঙ্কায় শুরু হবে চারজাতি ফুটবল। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে শেসেলসের বিপক্ষে। টুর্নামেন্টে বাকি দুটি দল হচ্ছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

সর্বশেষ খবর