সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ক্যাপ্টেনসি নিয়ে যত প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

দশম ওভারের চার নম্বর বলে হাসারাঙ্গাকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। এরপরই শারজাহ ক্রিকেট রূপ বদলে রঙ নিয়েছে মিরপুর স্টেডিয়ামের। স্কোর বোর্ডে শ্রীলঙ্কার পাশে লেখা ৯.৪ ওভারে ৭৯/৪। টার্গেট ১৭২ রান। ৬২ বলে দরকার ৯৩ রান। সমীকরণ যখন এমন, তখন মাঠের ক্রিকেটারদের সঙ্গে গ্যালারির ক্রিকেটপ্রেমীরাও তখন রঙিন। লাল-সবুজের পতাকায় উৎসব মুখরিত মরুভূমির প্রথম ক্রিকেট স্টেডিয়াম শারজাহ। কিন্তু শেষ পর্যন্ত এই উচ্ছ্বাস, উৎসব আর থাকেনি। চারিথ আশালাঙ্কা ও ভানুকা রাজাপক্ষের পঞ্চম উইকেট জুটি বাংলাদেশের জয়ের স্বপ্নকে ধূলিস্মাৎ করে দেন। দুই ব্যাটসম্যান যতটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লঙ্কার জয়ে, ততোটাই দোষে দুষ্ট হচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। ম্যাচে মাহমুদুল্লাহর দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনার ক্ষুরধার তরবারিতে এফোর-ওফোর হচ্ছেন লিটন।

শ্রীলঙ্কা জয়োৎসব করতে করতে মাঠ ছাড়ছে, স্কোর বোর্ডে লেখা ১৮.৫ ওভারে ১৭২/৫। অথচ বাংলাদেশের দুই সেরা বোলার সাকিব ও মুস্তাফিজের একটি করে ওভার বাকি। দুজনের দুই ওভার কেন ব্যবহার করেননি, এ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি অধিনায়ক মাহমুদুল্লাহ। অথচ ৭ বোলার বোলিং করেছেন ম্যাচে। অনিয়মিত অফ স্পিনার আফিফ ছাড়াও অধিনায়ক নিজে বল করেছেন। দুজনে ৩ ওভারে রান ৩৬। আফিফ ১৫ এবং মাহমুদুল্লাহ দিয়েছেন ২১ রান। দুজনে ছক্কা দিয়েছে ৩টি। এই রানই ব্যবধান করে দিয়েছেন। সাকিব ৩ ওভারে রান দিয়েছেন ১৭। উইকেট নিয়েছে ২টি। অথচ শুরুতে ২ ওভারের স্পেলে ৬ রানে তুলে নিয়েছিলেন ২ উইকেট। এরপর কেন তাকে বোলিং বন্ধ করে শেষ দিকে আনলেন, এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না ক্রিকেট বিশ্লেষকরা। সাকিবকে ১৭ নম্বর ওভারে আনেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। আগের ওভারে সাইফুদ্দিন ২ ছক্কা ও ২ চারে রান দেন ২২। সাকিব গতকাল ২ উইকেট নিয়ে টপকে গেছেন শহীদ আফ্রিদিকে। তিনি এখন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। তার উইকেট সংখ্যা এখন ৪১। আফ্রিদির উইকেট ৩৯। মুস্তাফিজ বোলিংয়ে আসেন ইনিংসের সপ্তম ওভারে। দুটি চারসহ রান দেন ১৩। বাধ্য হয়ে অধিনায়ক তাকে বন্ধ করে দেন। পরে আনেন ১৫ নম্বর ওভারে। ওই ওভারে রান দেন ৫। তবে একটি সুযোগও সৃষ্টি করেন। কিন্তু সুইপ কাভারে দাঁড়ানো লিটন সহজ ক্যাচ মিস করেন আশালাঙ্কার। শেষ পর্যন্ত ৮০ রানের ইনিংস খেলে আশালাঙ্কা হন ম্যাচের নায়ক।

সর্বশেষ খবর