মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আফগান ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

আফগান ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

দারুণ জয়ে বিশ্বকাপের শুরুটা হলো আফগানিস্তানের। প্রতিপক্ষ স্কটল্যান্ডের ব্যাটসম্যানকে আউট করার পর রশিদ খানকে নিয়ে উৎসেবে মেতেছেন সতীর্থরা-এএফপি

তালেবানরা ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে যে অবস্থা তাতে তাদের ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। এমন অনিশ্চয়তার মধ্যেও আফগানদের এবার বিশ্বকাপের শুরুটা দারুণ হলো। স্কটল্যান্ডকে তারা দাঁড়াতেই দেয়নি। ব্যাট ও বোলিংয়ের দাপটে আফগান ঝড়ে উড়ে গেল বিশ্বকাপের মূল পর্বে প্রথমবার খেলা স্কটল্যান্ড। ১৩০ রানে জয় পেয়ে রশিদ খানরা রান রেটে এখন গ্রুপে শীর্ষে অবস্থান করছে। গতকাল ম্যাচে ব্যাট করতে নেমে আফগানিস্তান যেন প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা খেলেছে। যেভাবে তারা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকাচ্ছিল তাতে মনে হচ্ছিল টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান গড়বে। তা আর হয়নি। তবে একেবারে কমও নয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে নাজিবুল্লাহ জাদরান ৫ বাউন্ডারি ও তিন ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ৫৯ রান করেন। রহমতুল্লাহ গুরবাজ করেন ৪৬ ও হজরতউল্লাহ জাজাই করেন ৪৪। ১৯১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে স্কটিশরা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৮ রানে প্রথম উইকেট পতনের পর আরও ৩২ রান যোগ করে ৬০ রানে তারা অলআউট হয়ে যায়।

মুনসে ২৫ ছাড়া বাকিরা কেউ সুবিধা করতে পারেনি। অথচ এই স্কটল্যান্ড প্রথম পর্বে বাংলাদেশকে হারিয়ে আলোড়ন তোলে।

 

স্কোর কার্ড

আফগানিস্তান : ১৯০/৪ (২০ ওভার)

(নাজিবুল্লাহ জাদরান ৫৯* রহমতুল্লাহ গুরবাজ ৪৬

(মিচেল লিস্ক ২/৩৩, মার্ক ওয়েট ২৩/১)

স্কটল্যান্ড : ৬০/১০ (১০.২ ওভার)

মুনসে ২৫, গ্রিভস ১২, মুজিব উর ৫/২০, রশিদ খান ৯/৪

ফল : আফগানিস্তান ১৩০ রানে জয়ী।

সর্বশেষ খবর