মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানের আজ ‘নিউজিল্যান্ড’ পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের আজ ‘নিউজিল্যান্ড’ পরীক্ষা

বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে আজও কি জ্বলে উঠবেন

৫০ ওভারের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ-সব আসর মিলিয়ে গত ১২ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ‘জয়’ শব্দটি ভুলেই গিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। চির প্রতিদ্ব›দ্বী ও প্রতিবেশী ভারতকে হুমকি দিয়েই ‘মরু রাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসে। রবিবার দুবাইয়ে সুপার টুয়েলভে প্রতিবেশী ভারতকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন বাবর আজম, মোহাম্মদ  রিজোয়ান, শাহীন আফ্রিদিরা। দুরন্ত ক্রিকেট খেলে ১০ উইকেটে আকাশসম জয় তুলে নেয় বাবর বাহিনী। বিরাট কোহলিদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে শারজাহতে পাকিস্তান আজ রাতে মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। আসরে ব্ল্যাক ক্যাপসদের এটা প্রথম ম্যাচ। বিকালে দুবাইয়ে খেলবে টি-২০ বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং প্রোটিয়াসদের ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুবাইয়ে পরশু রাতে আফ্রিদির দুরন্ত গতিতে বেসামাল ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫১ রান। দলকে লড়াইয়ের স্কোর গড়ে দেন অধিনায়ক কোহলি ৫৭ রানের ইনিংস খেলে। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আফ্রিদি। ১৫২ রানের টার্গেটে পাকিস্তান জয় তুলে নেয় রিজোয়ানের ৫৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৯ এবং অধিনায়ক বাবরের ৫২ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৮ রানের ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করেছিলেন দুই ইংলিশ স্পিনার আদিল রশিদ ও মঈন আলি। আদিল ২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ক্যারিবীয়দের ৫৫ রানের ইনিংসটি টি-২০ বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন স্কোর। আগের দুটি স্কোর নেদারল্যান্ডসের ৩৯ ও ৪৪। দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া শেষ ওভারে।

সর্বশেষ খবর