শিরোনাম
বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিখুঁত ক্রিকেট খেলার প্রত্যয়

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারার পর যেন বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ। ফিকে হয়ে গেছে সেমিফাইনালে খেলার স্বপ্ন। তবে শেষ চারে উঠতে হলে বড় দলগুলোকে হারানোর বিকল্প নেই। আজ আবুধাবিতে বর্তমান ফাইনালিস্ট ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের টি-২০তে এটিই প্রথম দেখা। আর এই প্রথম দেখাতেই বাজিমাত করে দিতে চান টাইগাররা। গতকাল বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে। মিডিয়ার দৃষ্টি ছিল লিটন কুমার দাসের দিকে। লঙ্কানদের বিরুদ্ধে তার দুটি ক্যাচ মিসের চড়া মূল্য দিতে হয়েছে। তারপরও লিটনেই বিশ্বাস রাখছে বাংলাদেশ দল। টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসন কাল বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের দুটি ক্যাচ মিস হয়েছে। এটা ঠিক যে, ক্যাচগুলো ধরতে পারলে ম্যাচের ফল বদলে যেতে পারত। কিন্তু কি আর করা। এটা তো খেলারই অংশ। তা ছাড়া লিটন আমাদের সেরা ফিল্ডারদের মধ্যে একজন। দুই একটি মিসের জন্য দলের প্রতি তার অবদান ভুলে যাওয়া ঠিক না। যে কেউ মিস করতে পারে। তবে এমন মুহূর্তে লিটনের পাশে থাকা উচিত।’

সর্বশেষ খবর