শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তান আফগানিস্তান হাইভোল্টেজ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান আফগানিস্তান হাইভোল্টেজ ম্যাচ

প্রতিবেশী দুই দেশ। রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান। তারপরও প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। পাকিস্তান ক্রিকেটের পরাশক্তি। আফগানিস্তান উঠে আসছে ধীরলয়ে। দুই দলেই রয়েছেন বিশ্বমানের তারকা ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম অসাধারণ একজন ব্যাটসম্যান। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনদের সঙ্গে সমোচ্চারিত নাম। রয়েছে শাহীন শাহ আফ্রিদির মতো ম্যাচ জয়ী ফাস্ট বোলারও। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। আফগানিস্তানে খেলছেন বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের এবং ‘রহস্যময়’ স্পিনার মুজিব-উর-রেহমান। তারকা ক্রিকেটারদের সমন্বয়ে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ দুই প্রতিবেশী পরস্পরের মুখোমুখি হচ্ছে। এর আগে দুই দলের একমাত্র ম্যাচে পাকিস্তান জিতেছিল ৬ উইকেটে।

গ্রুপ-ওয়ানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের এটা তৃতীয় এবং আফগানিস্তানের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে চির প্রতিদ্ব›দ্বী ভারতকে ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে হারায় পাকিস্তান। ভারতের ১৫১ রানা টপকে যায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক কাম ওপেনার মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফসেঞ্চুরিতে।

দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় তুলে নেয় ২০০৯ সালের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বর্ষিয়ান ক্রিকেটার শোয়েব মালিকের সময়োপোযোগী ব্যাটিংয়ে। আফগানিস্তান প্রথম ম্যাচে পাত্তাই দেয়নি স্কটল্যান্ডকে। ‘রহস্যময়’ স্পিনার মুজিব ও বিশ্বসেরা লেগ স্পিনার রশিদের ঘূর্ণিতে মাত্র ৬০ রানে গুটিয়ে ১৩০ রানের পর্বতসমান সমান জয় তুলে নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে আফগানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯০ রান।

সর্বশেষ খবর