শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চাকরি হারালেন বার্সার কোচ কুমান

ক্রীড়া ডেস্ক

চাকরি হারালেন বার্সার কোচ কুমান

লিওলেন মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। লা-লিগায় একের পর এক ম্যাচে হোঁচট খাওয়ায় টেবিলে তাদের অবস্থা সেরা পাঁচেও নেই। এ অবস্থায় বলা হচ্ছিল কোচ রোন্যাল্ড কুমানের দায়িত্বে থাকাটা কঠিন হয়ে পড়বে। যে কোনো সময় বরখাস্তও হতে পারেন। শেষ পর্যন্ত তাই হলো। রিয়াল মাদ্রিদ ও রায়ো ভাইয়েকানোর কাছে টানা দুই ম্যাচ হারার পরই বার্সা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কুমানকে অব্যাহতি দেয়। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সার্জিও বারজুয়ান। লা লিগায় ১০ ম্যাচে ৪ জয় আর ৩ হার নিয়ে বার্সার অবস্থান এখন ৯-এ। কুমান তাঁর খেলোয়াড়ি জীবনের ৬ বছর কাটান বার্সায়। ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত সেই সময়টায় ব্যক্তিগত নৈপুণ্য আর দলীয় সাফল্যের গৌরবময় এক অধ্যায়। কিন্তু কোচ হিসেবে ব্যর্থ বলেই বিদায় হলো।

সর্বশেষ খবর