শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ক্ষমা চাইলেন ডি কক

ক্রীড়া ডেস্ক

ক্ষমা চাইলেন ডি কক

শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপের মিশন শুরু হয়েছে। সেই ম্যাচে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারর প্রতি সতীর্থরা সমর্থন জানালেও কুইন্টন ডি কক তা করেননি।’ বিষয়টি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভালো চোখে দেখেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই ম্যাচের আগে হাঁটু গেড়ে বসা বাধ্যতামূলক করে দেয়। অথচ ব্যক্তিগত কারণ দেখিয়ে ডি কক সেই ম্যাচ খেলেননি। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ডি কককে শোকজ ছাড়াই শাস্তির কথা চিন্তা করছিল। সম্ভবত সেটা বুঝতে পেরেই নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান প্রোটিয়া উইকেটেরক্ষক। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে আর বাধা থাকল না তার।

গতকাল এক বিবৃতিতে ডি কক বলেন, আমি অন্যায় করেছি। তাই দক্ষিণ আফ্রিকার জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। আমি জোর গলায় বলব বর্ণবাদকে কখনো সমর্থন করি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর