সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কায় ভারত

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কায় ভারত

ভারতের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ব্যাটার ড্যারিল মিচেল বাউন্ডারির পর একে-অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন -এএফপি

সংযুক্ত আরব আমিরাতে দিবা-রাত্রির ম্যাচে আতঙ্কের নাম ‘ডিউ-ফ্যাক্টর’! টস জয় মানেই ম্যাচ জয়! প্রথমে ব্যাটিং করা দল জিতে যায় অনায়াসেই। দ্বিতীয় ইনিংসে বল গ্রিপ করাই কঠিন হয়ে যায়। কিন্তু ভারতের অধিনায়ক দুই ম্যাচেই টসে হারেন এবং যথারীতি ম্যাচেও হেরে যান। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারার পর কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গেল ভারত। এই হারে সেমিফাইনালের পথ অনেকটা কঠিন হয়ে গেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। পরের তিন ম্যাচে জিতলেও শেষ চারের রাস্তাটা তাদের জন্য অনেক কঠিন। নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনালের রাস্তাটা অনেক সহজ হয়ে গেল। পরের তিন ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেই নিশ্চিত হবে শেষ চার। গতকাল ভারতের দেওয়া ১১১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ বল আগেই খেলা শেষ করে দেয় নিউজিল্যান্ড।  তিনটি ছক্কা ও চার বাউন্ডারিতে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কিউই ওপেনার ডেরিল মিচেল।

কাল টসে হারার পরই যেন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ১১০ রানেই আটকে যায় ভারত। সর্বোচ্চ ২৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। কিউই পেসার ট্রেন্ট বোল্ট চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। টানা দুই ম্যাচে হারার পর ভারতীয় ক্রিকেট কর্তাদের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। কাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন দুবাইয়ের প্রেস বক্সে ভারতীয় বিখ্যাত ক্রীড়া সাংবাদিক কৃষ্ণান নায়ার বলেন, ‘ক্রিকেটাররা মানুষ, মেশিন নন। বায়ো বাবলে খেলাটাই কঠিন। সেখানে ৬-৭ মাস থেকে টানা ক্রিকেট খেলছেন কোহলিরা। এ কারণেই তাদের মানসিক, শারীরিক এমন কি টেকনিকেও প্রভাব পড়েছে।’

স্কোর কার্ড

ভারত : ১১০/৭, ২০ ওভার (জাদেজা ২৬*; বোল্ট ৩/২০)।

নিউজিল্যান্ড : ১১১/২, ১৪.৩ ওভার (ড্যারিল ৪৯; বুমরা ২/১৯)

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ইশ সোধি।

 

আফগানিস্তান : ১৬০/৫, ২০ ওভার (শাহজাদ ৪৫, হযরতুল্লাহ ৩৩, মোহাম্মদ নবী ৩২; নিকোল ২/২১, রুবেন ২/৩৪)।

নামিবিয়া : ৯৮/৯, ২০ ওভার (ডেভিড ২৬, নিকোল ১৪; হামিদ ৩/৯, নাবিন ৩/২৬, গুলবদিন ২/১৯)।

ফল : আফগানিস্তান ৬২ রানে জয়ী। ম্যাচসেরা : নাবিন উল হক

সর্বশেষ খবর