বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কায় ব্যর্থতার বৃত্ত ভাঙবে?

শক্তির বিচারে নিজেদের ফেবারিট দাবি করছেন জামাল। তাহলে কি শীর্ষ দুইয়ে থেকে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় ব্যর্থতার বৃত্ত ভাঙবে?

সাফের পর আরেকটি টুর্নামেন্ট খেলতে নামছে বাংলাদেশ। চলতি মাসের ৮ তারিখ থেকে শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। আয়োজকরা ছাড়া বাংলাদেশ, মালদ্বীপ ও শিসেলস অংশ নেবে। জামাল ভূঁইয়া অনুশীলনে ফিরেই জানান, ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চান। শিরোপা জিতে হাসি ফুটাতে চান। কিন্তু তা কি সম্ভব, শক্তির বিচারে নিজেদের ফেবারিট দাবি করছেন জামাল। তাহলে কি শীর্ষ দুইয়ে থেকে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত। মালদ্বীপ শক্তিশালী তাতে কোনো সংশয় নেই। এবার সাফ চ্যাম্পিয়নশিপে তারা ০-২ গোলে হারায় বাংলাদেশকে। শ্রীলঙ্কা যে ছেড়ে কথা বলবে না তা তারা সাফ চ্যাম্পিয়নশিপেই দেখিয়েছে। বাংলাদেশের কাছে পেনাল্টি গোলে হেরেছে। ড্র করে চ্যাম্পিয়ন ভারতকে রুখে দিয়েছে। এখন ঘরের মাঠে তারা ভয়ংকর হয়ে উঠবে না তা কি বলা যায়। শিসেলস সম্পর্কে জামালদের কোনো ধারণাও নেই। ছোট অথচ চার জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের ফুটবলে কিছুটা হলেও প্রাণ সঞ্চার হবে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘খেলায় হারজিত আছে। হতাশা নেই। আমার বিশ্বাস ফুটবলে বাংলাদেশ জাগবেই।

সর্বশেষ খবর