বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানকে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-২০ বিশ্বকাপে  সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ায় সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল ভারতের। গতকাল রাতে তারা আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয় টিকে থাকার লড়াইয়ে। ৬৬ রানে আফগানদের হারিয়ে লড়াইয়ে টিকে রইলেন বিরাট কোহলিরা। অবশ্য নিউজিল্যান্ড পরের দুই ম্যাচে আফগানিস্তান ও নামিবিয়াকে পরাজিত করলে ভারতের কোনো আশা থাকবে না। কিউদের অন্তত একটা ম্যাচে হারতে হবে ভারতের সেমিফাইনালের পথ পরিষ্কার করার জন্য! গতকাল ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা করেন ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ৪৭ বলে ৭৪ এবং কেএল রাহুল ৪৮ বলে ৬৯ রান করেন। এছাড়াও হার্দিক পান্ডে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ভারত এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ২১০ রান সংগ্রহ করে। এর আগে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল আফগানিস্তানের (১৯০)। বিরাট লক্ষ্যে খেলতে নেমে আফগানরা থেমে যায় ১৪৪ রানেই। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন করিম জানাট। এছাড়াও মোহাম্মদ নবী ৩৫ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩টি ও অশ্বিন ২টি উইকেট শিকার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর