শিরোনাম
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ-পাকিস্তান একই গ্রুপে

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ও চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। জিম্বাবুয়ের হারারেতে ২১ নভেম্বর আসরে উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে পা রেখে ইতিহাস গড়তে পারেন সালমা, সুলতানারা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, পাকিস্তান ছাড়া বাকি তিন দল হলো থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। গ্রুপে বাংলাদেশ (আট) এবং পাকিস্তান (সপ্তম) ছাড়া র‌্যাঙ্কিংয়ে বাকি তিন দল সেরা দশের মধ্যে নেই। ‘এ’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে প্রথম তিনটি দল সেরা দশে রয়েছে। দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নিবে গ্রুপ পর্বে। এখান থেকে তিনটি করে দল খেলবে সুপার সিক্স রাউন্ড। এই রাউন্ড থেকে সেরা তিন দল চূড়ান্ত পর্বে খেলবে। আইসিসির র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ পাঁচ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ অ্যাফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে সামনের বছরের মার্চ-এপ্রিলে। সেখানে মোট আটটি দল অংশ নিবে। বিশ্বকাপের বর্তমান্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতবার ইংলিশ মেয়েরা ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বসেরা হয়।

সর্বশেষ খবর