শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতের প্রতিপক্ষ স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। নিউজিল্যান্ডের কাছে হার ৮ উইকেটে। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হেরে খাঁদের কিনারায় চলে আসে ক্রিকেট পরাশক্তি ভারত। সেমিফাইনালের আসা জিইয়ে রাখতে গ্রুপের বাকির তিন ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। শুধু জিতলেই হবে না, হারতে হবে নিউজিল্যান্ডকেও। এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে জয়ের পথে উঠেছে  ভারত। চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে দুইশোর্ধ্ব স্কোরও করেছে ভারত। জিতেছে ৬৬ রানের বড় ব্যবধানে। জয়ের তৃপ্তি নিয়ে আজ দুবাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছেন কোহলি, রোহিত শর্মারা। সেমির আশা টিকিয়ে রাখতে ‘ব্রেভ হার্ট’ স্কটিশদের হারাতেই হবে। তাও আবার বড় ব্যবধানে। শুধুু জিতলেই হবে না, বাড়াতে হবে রান রেটও। একই সমীকরণ কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডেরও। তিন ম্যাচে দুই জয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। শারজাহতে আজ নামিবিয়াকে হারালে সেমির পথে এগিয়ে যাবে এক ধাপ। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।

সর্বশেষ খবর