শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কায় প্রতিশ্রুতি পূরণ হবে!

ক্রীড়া প্রতিবেদক

গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ফাইনাল খেলার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা করেছিল। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারে ৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠেয় চার জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা করছে মারিও লেমোসের দল। বুধবার মাঠে গিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, ‘তোমরা চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিলে আমি ফাইনালে শ্রীলঙ্কা যাব।’ জামালরা বাফুফে সভাপতিকে প্রতিশ্রুতি দিয়েছেন, শ্রীলঙ্কায় ট্রফি জিতবেন। আজ প্রতিশ্রুতি রক্ষার মিশনেই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চার জাতির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, শিসেলশ ও মালদ্বীপ। আগামী সোমবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শিসেলশ। এরপর ১১ নভেম্বর মালদ্বীপ এবং ১৪ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবেন জামালরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৭ নভেম্বর। ২৩ ফুটবলারের মধ্যে ঢাকা থেকে কলম্বো যাচ্ছেন ১৬ জন। বাকি ৭ ফুটবলার ছিলেন উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলে। তারা বৃহস্পতিবার সকালে কলম্বোর উদ্দেশ্যে তাসখন্দ ত্যাগ করেছেন।

সর্বশেষ খবর