শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের অবসরের ঘোষণা ব্রাভোর

ক্রীড়া ডেস্ক

ফের অবসরের ঘোষণা ব্রাভোর

টি-২০ ক্রিকেটে বিশ্ব দাপিয়ে খেলা যে কয়জন ক্রিকেটার রয়েছেন, ডুইন ব্রাভো তাদের অন্যতম। সারা বিশ্বের বিভিন্ন টি-২০ ক্রিকেট লিগগুলো খেলেছেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপেও অংশ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। দলে তার পারফরম্যান্সও ভালো নয়। তাই ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার। তিনি অবশ্য এর আগে ২০১৯ সালে অবসরে গিয়েছিলেন। কিন্তু দেশের টানে ফিরেন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক তার। একই বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। যদিও তিনি সাদা বলেই বেশি খেলেছেন। টেস্ট খেলেছেন সর্বশেষ ২০১০ সালে। ৪০ টেস্টে তার রান ৩ সেঞ্চুরিতে ২২০০ এবং উইকেট ৮৬টি। তিনি ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারলেও টি-২০ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন। ১৬৪ ওয়ানডেতে রান ২৯৬৮ এবং উইকেট ১৯৯টি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচ খেলার আগে ৯০ ম্যাচে ব্রাভোর রান ও উইকেট যথাক্রমে ১২৪৫ ও ৭৮টি। অবসরের বিষয়ে ব্র্রাভো বলেন, ‘মনে হলো অবসরের সময় হয়ে গেছে। খুব ভালো ক্যারিয়ার কাটিয়েছি। ১৮ বছর ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করে উত্থান-পতন দেখেছি। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করে কৃতজ্ঞ আমি।’

সর্বশেষ খবর