শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারত নিউজিল্যান্ডের আশা টিকে থাকল

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ থেকে টানা চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গ্রুপের বাকি দল নির্ধারণে জমে উঠেছে লড়াই। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত রয়েছে লড়াইয়ে। গতকাল নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের জয়ে সেমিতে ওঠার পথ অনেকটাই মসৃণ করেছে নিউজিল্যান্ড। তবে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৬.৩ ওভারে ৮ উইকেটে জিতে টিকে রয়েছে ভারতও। সেমিফাইনালের দল নির্ধারিত হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান এবং ভারত-নামিবিয়া ম্যাচের ফলের ওপর। আফগানদের হারালে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিতে খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হেরে গেলে এবং নামিবিয়ার বিপক্ষে ভারত জিতলে তিন দলের পয়েন্ট সমান ৬ হবে। তখন প্রয়োজন হবে রান রেটের। গতকালের খেলা শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪ ম্যাচে ৬ এবং ভারতের ৪। 

শারজাহতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। শেষ ৪ ওভারে ৬৭ রান যোগ করে স্কোর বোর্ডে। ম্যাচসেরা জেমস নিশাম ২৩ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। গ্লেন ফিলিপস আক্রমণাত্মক মেজাজে ৩৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২১ বলে ১ চার ও ৩ ছক্কায়। টার্গেট ১৬৪ রান। দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বুল্টের সাঁড়াশি আক্রমণে ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে নামিবিয়া। দুবাইয়ে দিনের দ্বিতীয় খেলায় শামি, বুমরাহ ও জাদেজার সাঁড়াশি আক্রমণে ১৭.৪ ওভারে ৮৫ রানে অলআউট হয় স্কটল্যান্ড। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন জর্জ মুনসি ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায়। এ ছাড়া লিসেক ২১, ম্যাকলিওড ১৬ রান করেন। বুমরাহ ১০ রানে ২টি এবং ১৫ রানের খরচে ৩টি করে উইকেট নেন শামি ও জাদেজা। টার্গেট ৮৬। সেটা ভারত টপকে যায় বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলের খরচে। রোহিত শর্মা ৩০ রান করেন মাত্র ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায়। লোকেশ রাহুল ৫০ রান করেন মাত্র ১৯ বলে ৬ চার ও ৩ ছক্কায়।   

 

 

স্কোর কার্ড

নিউজিল্যান্ড : ১৬৩/৪, ২০ ওভার (নিশাম ৩৫*,  বার্নার্ড ১/১৫)।

নামিবিয়া : ১১১/৭, ২০ ওভার (মাইকেল ২৫, সাউদি ২/১৫)।

ফল : নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী। ম্যাচসেরা : জেমস নিশাম।

 

স্কটল্যান্ড : ৮৫/১০, ১৭.৪ ওভার (মুন্সি ২৪। জাদেজা ৩/১৫)।

ভারত : ৮৯/২, ৬.৩ ওভার (রাহুল ৫০। ওয়াট ১/২০)।

 

ফল : ভারত ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা:  রবীন্দ্র জাদেজা   

সর্বশেষ খবর