শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানের বিপক্ষে টি-২০তে অনিশ্চিত সাকিব

ক্রীড়া প্রতিবেদক

পায়ের পেশিতে টান পড়ায় টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। দুবাই থেকে ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৬ নভেম্বর দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা থাকলেও টি-২০ খেলতে নাও পারেন সাকিব। না খেলার সম্ভাবনা রয়েছে সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনেরও। সুপার টুয়েলভে প্রথম ম্যাচ খেলার পর বাকি চারটি খেলা হয়নি তার। দুবাই বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ বলেন, ‘অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে সাকিবের সুস্থ হয়ে মাঠে ফিরতে। টেস্ট সিরিজে খেলতে পারেন তিনি। সাইফুদ্দিনকে মাঠের বাইরে থাকতে হবে ৬ সপ্তাহ। তবে নুরুল হাসান সোহান খেলবেন।’ টি-২০ সিরিজ শুরু ১৯, ২০ ও ২২ নভেম্বর। তিন সপ্তাহ সময় লাগলে সাকিবকে পাওয়াটা একটু কঠিনই।

সর্বশেষ খবর