রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জিতেও বিদায় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

জিতেও বিদায় দক্ষিণ আফ্রিকার

হলো না সেমিফাইনাল খেলা। ফেবারিট ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েও টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে - এএফপি

উড়ন্ত ইংল্যান্ডকে থামাল দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে তারা ১০ রানে ইংরেজদের পরাজিত করে। আফসোস এই জয়ের পরও সেমিফাইনালে যেতে পারল না তারা। বিশেষ করে রাবাদার দিনটি স্মরণীয় হলো না। নিজের শেষ ওভারে হ্যাটট্রিক করলেও দেশকে টিকে রাখতে পারলেন না। এখন অস্ট্রেলিয়াকে সঙ্গী করে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বড় চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল ইংল্যান্ডকে। ২ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে তারা। রসি ফন অপরাজিত ৯৪ রান করেন। ইংল্যান্ড পরে ব্যাট করতে নেমে ১৭৯ রানে ইনিংস শেষ করে। কিন্তু নিট রান রেটে বিদায় নিল প্রোটিয়ারা।               

স্কোর কার্ড

ওয়েস্ট ইন্ডিজ : ১৫৭/৭, ২০ ওভার (পোলার্ড ৪৪; হ্যাজলউড ৪/৩৯)।

 

অস্ট্রেলিয়া : ১৬১/২, ১৬.২ ওভার (ওয়ার্নার ৮৯*; গেইল ১/৭)।

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ডেভিড ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকা : ১৮৯/২, ২০ ওভার (রসি ফন ৯৪*; মঈন আলী ১/২৭)।

ইংল্যান্ড : ১৭৯/৮, ২০ ওভার (মঈন আলী ৩৭; রাবাদা ৩/৪৮)

ফল : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী। ম্যাচসেরা : রসি ফন)

সর্বশেষ খবর