মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
চার জাতি ফুটবল

শুরুতেই জয় চান জামালরা

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই জয় চান জামালরা

সেমিফাইনাল নয়। রাউন্ড রবিন লিগ পদ্ধতির লড়াইয়ে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। সেক্ষেত্রে শুধু গুরুত্ব বললে ভুল হবে। প্রতিটি ম্যাচে জয় দরকার। এক ম্যাচে ড্র বা হার মানেই বিদায় ঘণ্টা বেজে যাওয়া। শ্রীলঙ্কায় চারজাতি মাহিন্দা রাজাপক্ষের ফুটবলে বাংলাদেশ আজ প্রথম ম্যাচে নামবে। প্রতিপক্ষ আফ্রিকার প্রতিনিধি সিশেলস। গতকালই দুই দলের লড়াই হওয়ার কথা থাকলে বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ফুটবলে দুই দেশ এই প্রথম মুখোমুখি হচ্ছে। সিশেলস ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলে গেলেও বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হয়নি। অনেকটা অচেনা প্রতিপক্ষ সিশেলস। ফিফা র‌্যাঙ্কিং বিচার করলে ম্যাচে জামালদেরই ফেভারিট বলা যায়। বাংলাদেশ ১৮৭ নম্বরে অন্যদিকে সিশেলসের অবস্থান ১৯৯। কথা হচ্ছে র‌্যাঙ্কিং ম্যাচে কতটা আর প্রভাব পড়বে। জিততে হলে ভালো খেলতে হবেই। অন্যদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া সরাসরি বলেছেন, আমরা ট্রফি জিততে চাই। তবে আজ শুরুটা কেমন হয় সেটাই দেখার বিষয়।

অতীত ভুলে দেশকে আমরা ট্রফি উপহার দিতে চাই। তাকি সম্ভব? আগেও এমন প্রতিশ্রুতি দিলেও বিজয়ের ট্রফি আর হাতে উঠেনি। তাছাড়া শক্তিশালী মালদ্বীপও খেলছে। শ্রীলঙ্কাকেও হালকা চোখে দেখা যাবে না কোনোভাবেই। ঘরের মাঠে খেলা, সেক্ষেত্রে লঙ্কানরাও ভয়ংকর হয়ে উঠতে পারে। যাক শিরোপা তো দূরের কথা, আজ শুরুটা বাংলাদেশের কেমন হয় সেটাই দেখার বিষয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর