মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ফিরছে দর্শক

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট মাঠে ফিরেছে অনেক আগেই। আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত খেলছেন ক্রিকেটাররা। দর্শকরা গ্যালারিতে বসে উপভোগ করছেন খেলা। শুধু গ্যালারি ফাঁকা ছিল বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। ১৯ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এই সিরিজ দিয়েই দর্শক ফিরছে গ্যালারিতে। তবে পুরো গ্যালারি নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে মাত্র ৫০ শতাংশ দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করবেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও আতিথেয়তা দিয়েছে। কিন্তু মাঠে দর্শক ছিল না। এবার মাঠে বসে খেলা দেখতে পাবেন দর্শক।

গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে সর্বশেষ মাঠে বসে খেলা দেখেছিল দর্শক। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের ম্যাচ তিনটি ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে এবং দুটি টেস্ট ২৬-৩০ নভেম্বর চট্টগ্রাম এবং ৪-৮ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ খবর