বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে কিংবা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তারকাখ্যাতিতে সাকিব, মাহমুদুল্লাহ, মাশরাফি, তামিমদের ধারে কাছেও নেই। দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত নন তারিকুজ্জামান মুনির। তারপরও তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালি অক্ষরে লেখা এক নাম। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার মুনির। গতকাল ৬২ বছর বয়সে পরপাড়ে পাড়ি জমিয়েছেন তিনি। পরিবারসহ সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভ হয়নি। হার্ট অ্যাটাকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মুনির। ডানহাতি এই ওপেনার ১৯৮৪-৮৫ মৌসুমে জাতীয় চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ধানমন্ডি আবাহনী মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেন। তার ক্রিকেট ক্যারিয়ার শুরু ১৯৭৬-৭৭ মৌসুমে ঈগলেটস ক্লাবের হয়ে। এরপর খেলেছেন আবাহনী, মোহামেডান, বিমান ও জিএমসিসির হয়ে।

সর্বশেষ খবর