বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়ে জিম্বাবুয়ে সফর শুরু ফাহিমাদের

ক্রীড়া প্রতিবেদক

২০২০ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ২০ মাস আগে খেলার পর গতকাল প্রথম খেললেন ফাহিমা খাতুন, সালমা খাতুন, মুরশিদা খাতুন, জাহানারা আলমরা। ২১ নভেম্বর শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ফাহিমা বাহিনী। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে মাত্র ৪৮ রানে গুটিয়ে দেয়। স্বাগতিকদের গুঁড়িয়ে দেন দুই পেসার জাহানারা, সালমা ও স্পিনার নাহিদা আক্তার। তিন টাইগ্রেস বোলারের দুরন্ত বোলিংয়ে ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের পক্ষে একমাত্র দুই অংকের ১৭ রান করেন প্রেসিয়াস মারাঙ্গে। নিয়ন্ত্রিত বোলিং করেন সালমা। তার বোলিং স্পেল ৭-৪-৬-৩। জাহানারার স্পেল ছিল ৬-১-১৮-৩। ক্ষুরধার বোলিং করেন নাহিদা ৫.২-৩-২-৩। টার্গেট ৪৯ রান টপকে যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট ১০.৪ ওভারে। দুই ওপেনার মুরশিদা খাতুন ৭ ও শারমিনা আক্তার ৮ রান করেন। ফারজানা হক ১১ এবং রুমানা আহমেদ ১৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ৪৮/১০, ২৩.২ ওভার ( প্রেসিয়াস মারাঙ্গে ১৭। জাহানারা ৬-১-১৮-৩, সালমা ৭-৪-৬-৩, রিতু মনি ৪-১-১৩-১, নাহিদা ৫.২-৩-২-৩)।

বাংলাদেশ : ৪৯/২, ১০.৪ ওভার (মুরশিদা খাতুন ৭, শারমনিা খাতুন ৮, ফারজানা হক ১১*, রুমানা আহমেদ ১৬*। এসথার এমবোফানা ১/১৮, প্রেসিয়াস মারাঙ্গা ১/১১)।

ফল : বাংলাদেশ মহিলা ক্রিকেট দল  ৮  উইকেটে জয়ী।

সর্বশেষ খবর