শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদেশি কোচের দরকার কী?

বিদেশি কোচরা ব্যর্থ হলেও বাফুফে নীরব থাকে। অবশ্য কোচ রদবদল হয়, কিন্তু ঘুরেফিরে বিদেশিরাই দায়িত্ব পান।

ক্রীড়া প্রতিবেদক

বিদেশি কোচের দরকার কী?

প্রশ্নটা এখন নয়। আগে থেকেই বলাবলি হচ্ছে জাতীয় ফুটবল দলে বিদেশি কোচের দরকার কী? কারণ যে ফুটবলাররা কোনোক্রমেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না সেখানে বিদেশি কোচ এনে লাভটা কী? যে দল তাতে দেশের কেউ কোচের দায়িত্ব পালন করলে তাইতো হতো। হয়তো ভালো কিছুও হতে পারত। কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিনের মনোভাবে মনে হচ্ছে জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার মতো দেশে কোনো যোগ্য কোচ নেই। তিনি তো দীর্ঘদিন ধরেই সভাপতির চেয়ারে বসে আছেন। এর মধ্যে কেরালা সাফ চ্যাম্পিয়নশিপে মারুফুল হক কোচের দায়িত্ব পালন করেন। সেমিতে উঠতে না পারায় শুধু বিদায় নয়, মারুফুলকে রীতিমতো কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। বিদেশি কোচরা ব্যর্থ হলেও বাফুফে নীরব থাকে। অবশ্য কোচ রদবদল হয়, কিন্তু ঘুরে ফিরে বিদেশিরাই দায়িত্ব পান। তাদের সঙ্গে আবার মোটা অঙ্কের চুক্তি করতে হয়। অবশ্য টাকার পরিমাণ কখনো প্রকাশ করে না বাফুফে। এ নিয়ে আছে আবার নানা গুঞ্জন। ধরা যাক দেশি কোচ মানসম্পন্ন নয়। কিন্তু তারা জাতীয় দলের দায়িত্ব পেলে এর চেয়ে খারাপ কী হতো? বিদেশি কোচ আসছে আর যাচ্ছে। সে সঙ্গে উন্নতির চেয়ে ফুটবলেও অবনতি ঘটছে। তাহলে অযথা বিদেশি কোচ ও ট্রেনারদের পেছনে অর্থ খরচ কেন?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর