শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইংল্যান্ডের হারের নেপথ্যে!

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের হারের নেপথ্যে!

সুপার টুয়েলভের পারফরম্যান্সের পর মনেই হয়নি ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে না। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেবারিট হয়েও শেষ ৪ ওভারে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। জেমস নিশাম ও ড্যারেল মিচেল আক্রমণাত্মক ক্রিকেট খেলে ছিটকে দেয় ইংল্যান্ডকে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছিল স্মরণকালের সেরা। সুপার ওভারে নিউজিল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু পারেনি। ব্ল্যাক ক্যাপসদের কাছে ৫ উইকেটে হারের কারণ ব্যাখ্যা দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। ডেইলি মেইলের কলামে ইল্যান্ডের সাবেক অধিনায়ক কারণ হিসেবে বোলিংকে দুষছেন, ‘গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ দিকের বোলিংই ভুগিয়েছে। যখন শেষ ওভারে বেন স্টোকস চার ছক্কা খেয়েছিল। বুধবার রাতেও সেটাই হয়েছে। ইংল্যান্ড দল এই ব্যাপারেই নিয়মিত ভালো করতে পারছে না।’ শেষ ৫ ওভারে দরকার ছিল নিউজিল্যান্ডের ৬১ রান। লিয়াম লিভিংস্টোন এক ওভারে ৪ রানের খরচে নেন ২ উইকেট। জমে উঠে ম্যাচ। শেষ ৪ ওভারে  ৫৭ রান। সেটা ৩ ওভারেই করে ফেলেন মিচেল ও নিশাম। স্লগ ওভারে আটকাতে ব্যর্থ হন ইংলিশ বোলাররা, সেটা মনে করিয়ে দেন নাসের, ‘পুরো টুর্নামেন্টে ইংল্যান্ড খাটো লেংথে বল করতে চেষ্টা করেছে।’

সর্বশেষ খবর