শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তবু ফাইনালের আশা লেমোসের

ক্রীড়া প্রতিবেদক

৮৮ মিনিট পর্যন্ত সিশেলসের বিপক্ষে এগিয়ে ছিল বাংলাদেশ। সূচনা ম্যাচ ড্রয়ের পরও শ্রীলঙ্কায় চার জাতি ফুটবলে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দিলেন ম্যারিও লেমোস। বললেন, আমি এখনো ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী। আজ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ফাইনাল খেলতে হলে জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মালদ্বীপ খুবই শক্তিশালী প্রতিপক্ষ। দেড় যুগ ধরে বাংলাদেশ তাদের হারাতে পারছে না। এবার সাফ চ্যাম্পিয়নশিপেও ০-২ গোলে হেরেছে। আজ কি সেই ব্যর্থতার অবসান ঘটাতে পারবে? লেমোস বললেন, মালদ্বীপ অবশ্যই শক্তিশালী। ওদেরকে হারাতেই হবে। ছেলেরা প্রস্তুত হয়েই মাঠে নামবে। সিশেলসের বিপক্ষে ড্রয়ে অনেকে ক্ষুব্ধ। কিন্তু ফুটবলেও ভাগ্য বলে যে একটা কথা রয়েছে তা তো কারও অজানা নয়। আমরা অসংখ্য সুযোগ হাতছাড়া করেছি। কাজে লাগাতে পারলে সহজেই জিততাম। ফুটবলে এটা হতেই পারে। তাই বলে আশা তো ছাড়া যায় না। মালদ্বীপ প্রথম ম্যাচে ৪ গোলে এগিয়ে থেকেও শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে।

সর্বশেষ খবর