সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী’

ক্রীড়া প্রতিবেদক

‘বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী’

ইফতেখার আহমেদ

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরের দিন ঢাকায় আসে পাকিস্তান। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও বর্ষীয়ান ক্রিকেটার শোয়েব মালিক। ঢাকায় পৌঁছেই হোটেলে ঢুকে এক দিনে কোয়ারেন্টাইন করেছে দলটি। গতকাল অনুশীলনে নামার কথা ছিল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটির। কিন্তু অনুশীলন করেনি। আজ করবে। ১৯ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০। বিশ্বকাপ না খেললেও বাংলাদেশ সফরে এসেছেন ৩১ বছর বয়সী ইফতেখার আহমেদ। তিনি দ্বিতীয়বার বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে এসেছিলেন। ঢাকায় হোটেল রুমে বসে ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে ক্রিকেটপ্রেমী বলেছেন ১৩ টি-২০ ম্যাচে ১৩০.৮৬ স্ট্রাইক রেটে ২১২ রান করা ইফতেখার, ‘এবার নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে এলাম। এখানকার মানুষরা ভীষণ ক্রিকেটপ্রেমী।’ সফরে ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট চট্টগ্রাম এবং ৪-৮ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলবে। পাকিস্তান ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছেন ২০১৫ সালের পর।

সেমিফাইনালে হারলেও দলের ক্রিকেটাররা চাঙ্গা রয়েছেন এবং স্পিরিট তুঙ্গে বলেন ইফতেখার, ‘দলের ক্রিকেটারদের স্পিরিট খুবই চাঙ্গা।’ সফরে দলের পাশাপাশি নিজেও ভালো করতে মরিয়া, ‘আগামীকাল থেকে আমরা অনুশীলন শুরু করব। আমি আমার ফর্মেও ধারাবাহিকতা বজায় রাজতে চাই।’

সর্বশেষ খবর