সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই

চার জাতি ফুটবলের লড়াই জমে উঠেছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই আসরে চার দেশেরই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ ও সিশেলস। দুদেশই ১ জয় ও ১ ড্রয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট সমান হলেও বেশি গোল করায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। আগামীকাল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে সিশেলস ও মালদ্বীপ মুখোমুখি হবে। ড্র করলেই বাংলাদেশ ও সিশেলস ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে। শ্রীলঙ্কা ও মালদ্বীপ জিতে গেলে চার দলেরই পয়েন্ট দাঁড়াবে চার। সেক্ষেত্রে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই ফাইনালে লড়বে।

প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ড্র করায় বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারানোয় জামাল ভূঁইয়ারা ফাইনালের পথে আছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই চলবে। বাংলাদেশ হারলে শ্রীলঙ্কারও পয়েন্ট দাঁড়াবে চার। তখন বেশি গোল করার সুবাদে স্বাগতিকরা ফাইনালে জায়গা পাবে। অন্যদিকে ফাইনালে খেলতে হলে মালদ্বীপকে জিততেই হবে। ফাইনালে ওঠার সমীকরণটা জটিল হয়ে পড়েছে। দেড় যুগ ধরে বাংলাদেশ জাতীয় দল শিরোপা থেকে বঞ্চিত। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়ার বিপক্ষে ফাইনাল খেলে। এরপর নেপালে ত্রিদেশীয় ফুটবলেও ফাইনাল খেলে। কলম্বোতে কী করবে সেটাই দেখার বিষয়।

 

পয়েন্ট টেবিল

দেশ  খেলা জয়  ড্র   হার  গোল পয়েন্ট

বাংলাদেশ  ২   ১   ১   ০   ৩/২ ৪

সিশেলস   ২   ১   ১   ০   ২/১ ৪

মালদ্বীপ    ২   ০   ১   ১   ৫/৬ ১

শ্রীলঙ্কা ২   ০   ১   ১   ৪/৫ ১

সর্বশেষ খবর