সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ বাবুল

ক্রীড়া প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ বাবুল

দুবাই থেকে দলের সঙ্গে ফিরেননি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। টি-২০ বিশ্বকাপের হারের ধকল সামলে নিতে পরিবার নিয়ে ৩-৪ দিন বিশ্রামে কাটায় দুবাইয়ে। গতকাল এই চার ক্রিকেটার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। তবে ইনজুরির জন্য দলের সঙ্গে নেই সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। পাকিস্তান সিরিজে এই দুই ক্রিকেটারকে না দেখার সম্ভাবনা রয়েছে। টি-২০ বিশ্বকাপে বাজে পরফরম্যান্সের জন্য চরমভাবে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। গোটা আসরে সব মিলিয়ে ৯টি ক্যাচ মিস করেছে মাহমুদুল্লাহ বাহিনী। শুধু ক্যাচ নয়, গ্রাউন্ড ফিল্ডিংয়েও মিস করেছে অনেক। এজন্য বিসিবি নতুন করে চুক্তি নবায়ন করছে না ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে। পাকিস্তান সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে মিজানুর রহমান বাবুলকে। গতকাল তিনি ক্রিকেটারদের ফিল্ডিং করান। ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান দায়িত্ব ছেড়ে দেন লজিস্টিক ম্যানেজার পদ থেকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক নাফিস ইকবালকে। বাবুল ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। এছাড়া জেমি সিডন্সের সহযোগী হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। ২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে টাইগার জুনিয়রদের কোচ স্টুয়ার্ট ল’র সহযোগী হিসেবে কাজ করেছিলেন। এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

টি-২০ বিশ্বকাপে ফিল্ডিং ব্যর্থতার কারণে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। সহজ সহজ ক্যাচ ফেলে দিয়েছেন ক্রিকেটাররা। এ নিয়ে ক্রীড়ামোদীদের হতাশার শেষ নেই। বিসিবি বাধ্য হয়েছে কোচ বদল করতে।

সর্বশেষ খবর