সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাছাই পর্বে রোমান সানা নবম

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় ২২তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে গতকাল রিকার্ভ  মহিলা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। সকালে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রিকার্ভ মহিলা এককে ৯টি দেশ থেকে ২৬ জন আর্চার ৭০ মিটার দূরত্বে তীর ছুড়ে ৭২০ এর মধ্যে দক্ষিণ কোরিয়ার রিউ সু জং ৬৮৭ স্কোর করে প্রথম, ওহইয়েজিন ৬৮১ করে দ্বিতীয়, লিম হেজিন ৬৭৭ করে তৃতীয় র‌্যাঙ্কিং অর্জন করেন। বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৬৭ স্কোর করে অলিম্পিকে নিজের রেকর্ড ছাড়িয়ে গেলেও ১২তম স্থান দখল করেন। নাসরিন আক্তার ১৫, বিউটি রায় ১৭ ও শ্রাবণী আক্তার ২৩তম স্থান দখল করেন।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ১৫টি দেশের ৩৯ জনের মধ্যে বাংলাদেশের রোমান সানা ৬৬৫ স্কোর করে নবম স্থান দখল করেন। মোহাম্মদ হাকিম অষ্টম, রামকৃষ্ণ ১০তম ও আবদুল রহমান আলিফ ১৫তম স্থান দখল করেন।

সর্বশেষ খবর