সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপ সেরা ওয়ার্নার

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ সেরা ওয়ার্নার

সেমিফাইনাল দুটি যে উত্তেজনা ছড়িয়েছিল, তার ধারে কাছে পৌঁছাতে পারেনি টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ‘ট্রান্স তাসমান’ দেশ দুটির একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত পারফরম্যান্সের ফলও পেয়েছেন ‘টুর্নামেন্ট সেরা’ হয়ে। যদিও এই লড়াইয়ে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  কিন্তু ৭ ম্যাচে ৪৮.১৬ গড়ে ১৪৬.৭০ স্ট্রাইক রেটে ২৮৯ রান করা ওয়ার্নার পেছনে ফেলেছেন সবাইকে। গতকাল ফাইনালে খেলেছেন ৩৮ বলে ৩ ছক্কা ও ৪ চারে সাজানো ৫৩ রানের ইনিংস। ম্যাচসেরা মিচেল মার্শ খেলেন ৫০ বলে ৪ ছক্কা ও ৬ চারের ৭৭ রানের অপরাজিত ইনিংস। টি-২০ বিশ্বকাপে শুধু ইংল্যান্ডের বিপক্ষে দুই অংকের রান করেননি। এছাড়া দক্ষিণ আফ্রিকা ১৪, শ্রীলঙ্কা ৬৫, বাংলাদেশ ১৮, ওয়েস্ট ইন্ডিজ ৮৯*, পাকিস্তান ৪৯ ও নিউজিল্যান্ড ৫৩ রান করেন।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর