বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাকায় বাবর শোয়েব

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে পাকিস্তান বিদায় নেয় টি-২০ বিশ্বকাপ থেকে। শনিবার দুবাই থেকে ঢাকায় পা রাখে পাকিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে তখন ঢাকায় আসেননি অধিনায়ক বাবর আজম ও বর্ষিয়ান ক্রিকেটার শোয়েব মালিক। গতকাল দুই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছেন। ঢাকায় পৌঁছেই হোটেলে উঠেন। সেখানে করোনা পরীক্ষা করেছেন। নেগেটিভ হলে আগামীকাল অনুশীলনে যোগ দিবেন। গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান সর্বশেষ বাংলাদেশে খেলেছেন ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপে। সেবার টাইগারদের কাছে হেরেছিল পাকিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে ২০১৫ সালের পর। সেবারও একমাত্র টি-২০ ম্যাচে হেরেছিল। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ১৯ নভেম্বর। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। ম্যাচ তিনটি মিরপুরে হবে। এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬-৩০ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ৪-৮ ডিসেম্বর মিরপুরে। টি-২০ সিরিজ খেলতে ঢাকায় বাবর বাহিনী। টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি।             

পাকিস্তান টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিল্লাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর