বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রেকর্ড গড়ার পথে মেরিনার্স

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে দেড়যুগ ধরে লিগে মোহামেডানের শিরোপা নেই। ক্রিকেটেও একই হাল। আবাহনীর সাফল্য ঠিক থাকলেও মোহামেডানের বদলে এখন দুই খেলায় নতুন শক্তির উত্থান হচ্ছে। ঘরোয়া হকিতেও চেনা চেহারা বদলাতে শুরু করেছে। এবার প্রিমিয়ার লিগে যে অবস্থা সামনে বড় কোনো অঘটন না ঘটলে মেরিনার্স ইয়াংসের শিরোপা নিশ্চিতই বলা যায়। প্রথম পর্বে তারা ১১ ম্যাচে পূর্ণ ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অপর দুই শিরোপা প্রত্যাশী মোহামেডান ও আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়নের অপেক্ষায় রয়েছে। শীর্ষ পাঁচ দলকে নিয়ে সুপার ফাইভের আয়োজন হবে। এখনো মোহামেডান-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ বাকি। যদি ড্র হয় তাহলে দুই চির প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে সুপার ফাইভ শুরু করবে মেরিনার্স। আবাহনী বা মোহামেডান যে-ই জিতুক তারা ৩ পয়েন্টে পিছিয়ে থাকবে।

সুপার ফাইভে মেরিনার্সের তিন জয় নিশ্চিতই বলা যায়। বাকি থাকল মোহামেডান ও আবাহনী। এটাই মেরিনার্সের চাপ। তবে যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তাতে দলটির স্বপ্ন ভঙ্গ হবে বলে মনে হয় না। প্রথম পর্বে টানা ১১ ম্যাচ জিতে বড্ড সুবিধাজনক আছে মেরিনার্স। মৌসুমের প্রথম ট্রফি ক্লাব কাপও জিতেছে তারা। এখন লিগ জেতার অপেক্ষা। আগেও লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবারের গুরুত্ব আলাদা। প্রথমটি ছিল যুগ্মভাবে। এবার এককভাবে হতে পারে। মেরিনার্স হকিতে নতুন দল নয়। কিন্তু মোহামেডান-আবাহনীকে টপকিয়ে কখনো ঘরোয়া আসরে দুই ট্রফি ঘরে তোলেনি। শিরোপা নয়, হকির ইতিহাসে নিজেদের নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় মেরিনার্স।

সর্বশেষ খবর