বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিজয় দিবসে ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান লড়েছিল। ব্যাট-বলে দৃঢ়তায় বাবর আজমরা ১০ উইকেটে জয় পান। ক্রিকেটের যে কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম জয়। সেই উত্তেজনা কাটতে না কাটতেই দুই দেশ আবার মুখোমুখি হচ্ছে। আর তা ঢাকাতেই। তবে ক্রিকেট নয় হকিতে ভারত লড়বে পাকিস্তানের বিপক্ষে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা স্টিকের লড়াইয়ে মাঠে নামবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি হবে। আগের সেই দাপট না থাকলেও হকিতে দুই দেশের লড়াইয়ে উত্তেজনা থাকে। ১৯৮৫ সালে ঢাকায় এশিয়াকাপ ফাইনালে ভারত-পাকিস্তানের খেলা দেখতে তৎকালীন ঢাকা স্টেডিয়াম ভরে যায়। ১৪ ডিসেম্বর ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আগে এশিয়ার শীর্ষ ছয় দেশকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও এবার আয়োজক হওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে।

সর্বশেষ খবর