শিরোনাম
বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

৭ ভেন্যুতে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপ শেষ। নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ক্রিকেট বিশ্ব। প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পরের টি-২০ বিশ্বকাপের স্বাগতিক আবার অস্ট্রেলিয়া। আগামী বছর ১৬ অক্টোবর শুরু ক্রিকেট মহাযজ্ঞ। ফাইনাল ১৩ নভেম্বর। টি-২০ বিশ্বকাপের জন্য ৭টি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের মহা উৎসবের ভেন্যুওগুলো-অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। এবারকার মতো আগামী আসরেও ৪৫টি খেলা হবে। এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু প্যান্ডামিক করোনার জন্য ভেন্যু বদলে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলাগুলো হয় ওমানে এবং সুপার টুয়েলভের খেলাগুলো হয় দুবাই, আবুধাবি ও শারজাহতে। ফাইনাল ১৩ নভেম্বর। সেমিফাইনাল দুটি ৯ ও ১০ নভেম্বর যথাক্রমে সিডনি ও অ্যাডিলেডে। ফাইনাল বিশ্ববিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর