বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

চার জাতি ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

একেই বলে ট্র্যাজেডি। ড্র করলেই চার জাতি ফুটবলে ফাইনালে খেলত বাংলাদেশ। প্রথমে পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল জামালরা। তবু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। গতকাল কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ ১-২ গোলে হেরে যায় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। এ জয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা ফাইনাল খেলবে সিশেলসের বিপক্ষে। আফ্রিকা মহাদেশের এ দেশটি মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালে ওঠে। বাংলাদেশ কেন যেন শুরু থেকেই চাপে ছিল। ২৫ মিনিটে আহমেদ ওয়াসেম রাজ্জেকের গোলে শ্রীলঙ্কা এগিয়ে যায়। বাংলাদেশের ডিফেন্ডারদের ব্যর্থতায় গোলটি হজম করে। এর পরও ম্যাচে ফেরার মতো আক্রমণ চালাতে পারছিল না জামালরা। বরং শ্রীলঙ্কা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

৩২ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ডিফেন্ডার তপু বর্মণ। পেনাল্টি শট তিনি পোস্টের ওপর দিয়ে মারেন। প্রতিপক্ষের ডিফেন্ডার ডাকসন গোল লাইনে হাত দিয়ে বল ঠেকালে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশ সুবিধা করতে পারেনি। ৭০ মিনিটে লাল-সবুজের শিবিরে স্বস্তি নেমে আসে। রাকিবের ক্রস থেকে জুয়েল রানা চমৎকারভাবে বল জালে পাঠালে সমতা ফিরে আসে। এরপর বাংলাদেশ যেন পেয়ে বসে স্বাগতিকদের। একের পর এক আক্রমণ করে শ্রীলঙ্কার রক্ষণভাগ ভেঙে ফেলে। তবু গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে সর্বনাশ নেমে আসে।  পেনাল্টি থেকে রাজ্জেক বাংলাদেশের গোলরক্ষক জিকোকে পরাস্ত করলে শ্রীলঙ্কার আনন্দ দেখে কে। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

সর্বশেষ খবর