শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মাঠ কাঁপানো স্ট্রাইকার এনায়েত এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

মাঠ কাঁপানো স্ট্রাইকার এনায়েত এখন ঢাকায়

এনায়েতুর রহমানকে অভ্যর্থনা জানান সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার

বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার এনায়েতুর রহমান। দেশের ফুটবলে তিনি এনায়েত নামেই পরিচিত। ৭০-৮০ দশকে হাফিজ উদ্দিন, কাজী সালাউদ্দিন ও নওশেরের সঙ্গে স্ট্রাইকার হিসেবে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। বিশেষ করে তার শটকে বলা হতো কামানের গোলা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি স্বাধীন বাংলা ফুটবল দলে খেলেন। খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এনায়েত জাতীয় পুরস্কার পান। দীর্ঘ ২৭ বছর পর কানাডা প্রবাসী এ ফুটবলার গতকাল দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আরেক সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। মূলত তারই প্রচেষ্টায় এনায়েত দীর্ঘদিন পর দেশে ফেরেন। তিনি বলেন, ‘অনেকদিন ধরে এনায়েত ভাইকে বলছিলাম দেশে আসতে। ভালো লাগছে ভাই কথা রেখেছেন।’

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা এনায়েত। ১৯৭৩ সালে মারদেকা কাপে তিনি থাইল্যান্ডের বিপক্ষে গোলটি করেন। ফুটবল ক্যারিয়ারে এনায়েত ভিক্টোরিয়া থেকে বিজেএমসিতে যোগ দেন। তিনি থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশে প্রথম লিগ চ্যাম্পিয়ন হয় বিজেএমসি। ১৯৭৪ সালে ওয়াপদাতে খেলার পর আবার ফিরে যান বিজেএমসিতে। ১৯৭৮ সালে তার গায়ে চড়ে ঐতিহ্যবাহী মোহামেডানের জার্সি। সেবারই অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। ১৯৮১ সালে যোগ দেন রহমতগঞ্জে। ১৯৮৫ সালে তিনি মোহামেডানের কোচও ছিলেন।

সর্বশেষ খবর