রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
মহিলা বিশ্বকাপ বাছাই পর্ব

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

মহিলা ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু আজ। ৯ দলের বাছাইপর্বের আয়োজক জিম্বাবুয়ে। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। বাছাই পর্ব থেকে তিনটি দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। আগামী মার্চে যা শুরু হবে নিউজিল্যান্ডে। সেখানে অংশ নিবে ৮ দল। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাছাই পর্বের উদ্বোধনী দিনে মাঠে নামছে ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। ঢাকায় দুই দেশের পুরুষ জাতীয় দল এখন টি-২০ সিরিজ খেলছে মিরপুরে। বাছাই পর্বে বাংলাদেশ ‘বি’ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। ‘এ’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, ২৫ নভেম্বর থাইল্যান্ড ও ২৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে। বাছাই পর্ব থেকে প্রতি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্সের ম্যাচগুলো ১-৫ ডিসেম্বর সুপার সিক্সের শীর্ষ তিন দল খেলবে চূড়ান্ত পর্বে।      

সর্বশেষ খবর