রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্লো ওভার রেটে জরিমানা গুনল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা ৫ হার। এখন ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই হার। আগামীকাল সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ধীরগতির বোলিংয়ের জন্য জরিমানা করেছে বাংলাদেশ দলকে। ম্যাচে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলি। বাজে আচরণের জন্য ভৎর্সনা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হাসান। তবে ধীরগতির বোলিংয়ের জন্য বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদসহ গোটা দলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছিল। পাকিস্তান সেটা টপকে যায় ৪ বল হাতে রেখে। 

সর্বশেষ খবর