সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

দেশের ক্রীড়াঙ্গনে যখন চারিদিকে হতাশা। ক্রিকেট, ফুটবলে যখন পুরুষদের জাতীয় দল হেরেই চলেছে, তখন গোটা দেশকে উৎসব করার উপলক্ষ উপহার দিয়েছে নিগার সুলতানার বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে জিম্বাবুয়ের হারারেতে ওয়ানডে মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে। অথচ ঢাকায় মাহমুদুল্লাহরা হারছেন বাবরদের কাছে। বিশ্বকাপ বাছাইপর্বের গতকালের ম্যাচের শুরুতে সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষের দিকে চাপে পড়ে যায় নিগার বাহিনী। সেই চাপ সামলে সাবেক অধিনায়ক রুমানা আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামীকাল খেলবে বাংলাদেশ মহিলা দল। গ্রুপের আরেক ম্যাচে থাইল্যান্ড ৮ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। ‘বি’ গ্রুপ থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে।

হারারেতে টস জিতে ফিল্ডিং করে বাংলাদেশ। দুই টাইগ্রেস বোলার রিতু মনি ও নাহিদা আক্তারের সাঁড়াশি আক্রমণে ১৭.৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সেই চাপ সামলে ষষ্ঠ উইকেট জুটিতে নিদা দার ও আলিয়া রিয়াজ ১৩৭ রান যোগ করেন। ফলে ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০১ রান। নিদা ৮৭ রান করেন ১১১ বলে ৮ চার ও ২ ছক্কায়। আলিয়া ৬১ রানে অপরাজিত থাকেন ৬২ বলে ৩ চার ও ২ ছক্কায়। জয়ের টার্গেট ২০২ রান। শেষ ৫ ওভারে দরকার ছিল বাংলাদেশের ৪৩ রান। ৪৮ নম্বর ওভারে রুমানা ১৮ রান নেন ৪ চারে। ওই স্কোরেই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৯ নম্বর ওভারে রুমানা-সালমা নেন ১২ রান। ফলে শেষ ৬ বলে দরকার মাত্র ৫ রান। ২ বল হাতে রেখে জয়োৎসবে মাতান রুমানা-সালমা জুটি। রুমানা ৫০ রানে অপরাজিত থাকেন ৪৪ বলে ৬ চারে। সালমা অপরাজিত থাকেন ১৮ বলে। এছাড়া রিতু মনি ৩৩, ফারজানা হক ৩৫ ও শারমিন ৩১ রান করেন।

 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান মহিলা দল : ২০১/৭, ৫০ ওভার (নিদা দার ৮৭, আলিয়া ৬১*, সালমা ১/৩২, রিতু ২/৩৬, নাহিদা ২/২৫, রুমানা  ১/৪০)।

বাংলাদেশ মহিলা দল : ২০২/৭, ৪৯.৪ ওভার (শারমিন আক্তার ৩১, ফারজানা হক ৪৫, রুমানা আহমেদ ৫০*, রিতু মনি ৩৩, সালমা খাতুন  ১৮*। নাশরা ২/২৪, ওমাইমা ২/৪৪)।

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : রুমানা আহমেদ।

সর্বশেষ খবর