মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কাতার বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ক্রীড়া ডেস্ক

শুরু হয়ে গেছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন। এক বছর পর ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের ২২তম আসর। ঠিক এক বছর আগে ‘মরুরাজ্য’ কাতারের রাজধানী দোহার ‘কর্নিশ ফিশিং’ স্পটে বসানো হয়েছে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ একটি ঘড়ি। এই ঘড়িতেই শুরু হয়েছে ‘কাউন্টডাউন’। আগামী বছরের ২১ নভেম্বর দোহার আল বায়েত স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ৩২ দলের বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। ভেন্যু লুসাইল স্টেডিয়াম। বিশ্বকাপের খেলাগুলো হবে কাতারের পাঁচ শহরের আটটি আধুনিক স্টেডিয়ামে। রবিবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে এই ঘড়ি উন্মোচন করে বিশ্বকাপ আয়োজক কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন বিশেষ অতিথি। ফিফার ইউটিউব চ্যানেলে কাউন্টডাউন ঘড়ির উন্মোচন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। ঘড়িটির ডিজাইন করা হয়েছে কাতার বিশ্বকাপের প্রতীক ও লোগোর সমন্বয়ে। যেখানে বোঝা যাচ্ছে প্রাচীন কাল থেকেই সময়ের হিসাব রাখছে ঘড়িটি। তবে ঘড়িটির স্থায়িত্বকাল মাত্র ১ বছর বা ৩৬৫দিন। ঘড়িটি সব অ্যাঙ্গেলেই দেখতে এক রকম।

সর্বশেষ খবর