মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রথম টেস্ট স্কোয়াডে নতুন দুই মুখ

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরির জন্য টি-২০ সিরিজ খেলেননি। তবে টেস্ট সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন সাকিব আল হাসান। ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। তাতে সুযোগ মিলেছে সাকিবের। এজন্য অবশ্য তাকে ফিটনেস প্রমাণ করতে হবে। স্কোয়াডের চমক নতুন দুই মুখ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। দুজনেই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। টি-২০ সিরিজে না থাকলেও টেস্টে ফিরছেন মুশফিকুর রহিম। ডাক পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। এর আগেও টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে নেই তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাসকিন, শরিফুল ও তামিমকে রাখা হয়নি ইনজুরির জন্য। আঙ্গুলে ব্যথা পেয়ে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ  টেস্ট থেকে অনানুষ্ঠানিক অবসর নিয়েছেন।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান।

সর্বশেষ খবর