শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হ্যাটট্রিক শিরোপায় চোখ কিংসের

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক শিরোপায় চোখ কিংসের

ফুটবলে নতুন মৌসুমের জন্য আগেই ঘর গুছিয়ে রেখেছিল দেশসেরা বসুন্ধরা কিংস। পেশাদারিত্ব মেনে পুরনো ও নতুন খেলোয়াড়দের সঙ্গে চুক্তিও হয়। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে ফুটবলারদের তালিকা জমা দিতে হয়। সেটাও সম্পন্ন করল কিংস ম্যানেজমেন্ট। গতকাল নিবন্ধন করা খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে লিগ কমিটির কাছে। দলবদলের সব কাজই সম্পন্ন করল বসুন্ধরা কিংস। এখন মাঠে নামার পালা। স্বাধীনতা কাপ দিয়েই নতুন মৌসুমে যাত্রা করবে দেশের এ জনপ্রিয় ক্লাবটি।

এবারের মৌসুমটা হতে পারে বসুন্ধরার গৌরবের। অভিষেকের প্রথম দুই আসরে পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এবার থাকছে হ্যাটট্রিক শিরোপার সুযোগ। ফেডারেশন কাপেও সেই থাকছে সুযোগ। অভিষেকে ফেডারেশন কাছে রানার্সআপ হলেও পরে টানা দুবার চ্যাম্পিয়ন। সব মিলিয়ে দুই আসরের ডাবল হ্যাটট্রিকের সুযোগ। ইতিহাস গড়তে সেরা দল গড়েছে কিংস। আর্জেন্টাইন রাউল বেসেরা না থাকলে তার জায়গায় এসেছেন বসনিয়ার ফরোয়ার্ড স্ট্রোয়াল ভ্রানিয়াস। দুই ব্রাজিলিয়ান রবিনহো ও ফার্নান্দেজ তো থাকছেনই। ইরানের ডিফেন্ডার খালিদ শাফিও রয়েছেন। মিডফিল্ডার ইমন মাহমুদ, সুশান্ত ত্রিপুরা চলে গেলেও এসেছেন মিডফিল্ডার সোহেল রানা। এ সময়ের আলোচিত ফরোয়ার্ড পুলিশের সুমন রেজা। সব মিলিয়ে বসুন্ধরা সেরা দল গড়েছে। এখন তার প্রমাণ দিবে মাঠে।

সর্বশেষ খবর