শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের সামনে চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের সামনে চ্যালেঞ্জ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে গত ম্যাচে পরাজিত হলেও নকআউট পর্ব নিশ্চিত হয়েছে পিএসজির। ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে খেলবে তারা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যানসিটি। সমান ম্যাচে পিএসজির সংগ্রহ ৮ পয়েন্ট। গ্রুপের রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করতে বড় বাধাই পাড়ি দিতে হবে পিএসজির।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বর্তমানে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ ফরাসি ক্লাব পিএসজির। বিশ্বসেরা তিন তারকা আছেন এই ক্লাবে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পাশাপাশি এখানে খেলছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে দলটি। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে। এমনকি লিপজিগ আর ক্লাব বুজের মতো দলের সঙ্গেও ড্র করেছে তারা। পরিস্থিতি যে মোটেও সুবিধার নয়, তা স্বীকার করছেন পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পোচেত্তিনোও। তিনি ম্যানসিটির কাছে পরাজয়ের পর বলেছেন, ‘আমাদের আরও অনেক উন্নতি করতে হবে।’ অবশ্য তার মতে, দল ধীরে ধীরে অনেক ভালো খেলছে। লিওনেল মেসি দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি নকআউট পর্ব নিশ্চিত করলেও লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনার শঙ্কা কাটেনি। ‘ই’ গ্রুপে বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা পর্তুগিজ ক্লাবের সামনে আছে ইউক্রেনিয়ান ক্লাব ডাইনামো কিয়েভ। বার্সেলোনা সামনের ম্যাচে ড্র করলেও বেনফিকার সামনে নকআউট পর্বে খেলার সুযোগ আসবে। অবশ্য তাদের ডাইনামো কিয়েভের বিপক্ষে জিততে হবে। বার্সেলোনা শঙ্কায় থাকলেও রিয়াল মাদ্রিদ নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ড্র করলেই তারা ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে খেলবে।

সর্বশেষ খবর