রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রোনালদো থাকবেন কি বিশ্বকাপে!

ক্রীড়া ডেস্ক

রোনালদো থাকবেন  কি বিশ্বকাপে!

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সামনের ফেব্রুয়ারিতে ৩৭ বছর পূর্ণ করবেন। বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৩৮ ছুঁই ছুঁই। তারপরও বর্তমান ফুটবলে রোনালদোর আবেদন কমবে না। এখনো পর্তুগালে তিনি প্রধান তারকা। ম্যানইউর কঠিন সময়ে হাল ধরে আছেন। এই রোনালদো সামনের বিশ্বকাপে পর্তুগালের তুরুপের তাস হতে পারেন! কিন্তু বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলাটাই অনিশ্চিত হয়ে গেছে পর্তুগালের জন্য। শুক্রবার ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে প্লে-অফ ড্রতে একই অর্ধে পড়েছে পর্তুগাল ও ইতালি। এর অর্থ, ইউরো কাপে গত দুই আসরের দুই চ্যাম্পিয়নের যে কোনো এক দলই কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। লিওনেল মেসির বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। রোনালদো চূড়ান্তপর্ব নিশ্চিত করতে পারবেন তো!

পর্তুগাল ২০০২ সাল থেকে নিয়মিতই বিশ্বকাপ খেলছে। তবে এর আগে তারা খুব একটা নিয়মিত ছিল না। অন্যদিকে ইতালি গতবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে পারেনি। তবে এর আগে বিশ্বকাপ থেকে খুব কমই দূরে ছিল ইতালি। এবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে একই ভাগে খেলতে হবে পর্তুগাল ও ইতালিকে। সেমিফাইনালে পর্তুগাল-তুরস্ক এবং ইতালি-নর্থ মেসিডোনিয়া মুখোমুখি হচ্ছে। দুই সেমিফাইনালের বিজয়ী খেলবে ফাইনালে। সেখানে জিতলে বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত হবে। রোনালদোর পরীক্ষা এবার বেশ কঠিন! ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে এরই মধ্যে ১০ গ্রুপ থেকে ১০টি দল চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে। ১০ গ্রুপের ১০টি রানার্সআপ ও উয়েফা নেশন্স লিগ থেকে আসা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লে-অফ পর্ব।

সর্বশেষ খবর