শিরোনাম
রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টাইগার বোলারদের হতাশার এক দিন

ক্রীড়া প্রতিবেদক

টাইগার বোলারদের হতাশার এক দিন

হতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেননি আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা। পাকিস্তানের ৫৭ ওভারের ইনিংসে একবার মাত্র সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু রিভিউ সুযোগ কাজে না লাগানোয় উইকেটশূন্য থাকতে হয়েছে মুমিনুল বাহিনীকে। স্বাগতিক বোলারদের হতাশ করে সফরকারী দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক অবিচ্ছিন্ন থেকে ১৪৫ রান তুলে দিন পার করেন। আবিদ ব্যাট করছেন ৯৩ রানে এবং অভিষিক্ত শফিক ৫২ রানে।

টানা খেলায় বিশ্রাম দেওয়া হয়েছে দেশের মূল স্ট্রাইক বোলার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরির জন্য স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। দুই স্ট্রাইক বোলার ছাড়া চট্টগ্রাম টেস্টে নতুন বলে বোলিং করছেন রাহি ও এবাদত। কিন্তু দুই পেসার কোনো চাপই সৃষ্টি করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনারের উপর। দুই পেসারকে মামুলী মানে নামিয়ে শক্ত ভিত গড়েছেন আবিদ-শফিক জুটি। দুই পেসার একত্রে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২২টি। আগের ১২ টেস্টে রাহীর উইকেট ৩০টি। গতকাল ১০ ওভার বোলিংয়ে রান দিয়েছেন ৩০। কিন্তু উইকেট পাননি একটিও। বোলিংয়ে বৈচিত্র্য না থাকার পরও আবিদ সুযোগ পাচ্ছেন টেস্টে। গতকাল ১২ ওভারে রান দিয়েছেন ৩১। উইকেটের দেখা পাননি। ডান হাতি পেসারের ৮ টেস্টে উইকেট মাত্র ৮টি।

সর্বশেষ খবর